জিপিএইচ ইস্পাতের ২০১৮ সালের নিবেদিত কর্মের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

এ বছরের জুন-জলাই’র মধ্যে বিশ্ব সেরা প্রযুক্তি ‘ইলেকট্রিক আর্ক ফার্ণেস কোয়ান্টাম’ মেথডে জিপিএইচ ইস্পাতের সম্প্রসারিত প্ল্যান্ট উৎপাদনে যাবে। এতে করে জিপিএইচ ইস্পাত গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হবে। তদুপরি, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।” ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে ২০১৮ সালের নিবেদিত কর্মের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপর্যুক্ত তথ্য প্রদান করেন।তিনি আরো বলেন, কর্মক্ষেত্রে প্রধান এক্সেসরিজ হচ্ছে “আতœবিশ্বাস”। তাছাড়া কর্মকর্তা কর্মচারীদের “সেফটি ফার্স্ট” চিন্তা মাথায় রাখতে হবে। তিনি প্রশিক্ষণ নিয়ে আধুনিক প্রযুক্তির সাথে আপডেট থেকে পেশায় ধাপে ধাপে পদোন্নতি নেয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, “জিপিএইচ ইস্পাত একটি টিমওয়ার্কের মধ্যে চলছে। তিনি বলেন, কর্মকর্তা কর্মচারীদের ওয়ার্কাস পার্টিসিপেশন প্রফিট ফান্ড, বিভিন্ন আইটেম ভিত্তিক উৎপাদন বোনাস প্রদানসহ বহুমুখী প্রনোদণা দেয়া হচ্ছে। তাছাড়া আবাসন, চিকিৎসা, এবং কর্মকর্তাদের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা করছি।” তরুণ শিল্পোদোক্তা ও জিপিএইচ ইস্পাতের এডভাইজর সালেহীন মুশফিক সাদাফ বলেন প্রবীনদের কাছে আমাদের নবীনদের অনেক কিছু শিখতে হবে।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন সুচক বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক (গ্রুপ) ও কোম্পানি সেক্রেটারী আবু বকর সিদ্দিক। স্বাগত ভাষণ দিতে গিয়ে নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) ইঞ্জিনিয়ার মাদানী এম. ইমতিয়াজ হোসেন পরিসংখ্যান দিয়ে বলেন ২০১৬-২০১৮ এর মধ্যে ৫.৬৩% উৎপাদন ক্ষমতা বেড়েছে। নির্বাহী পরিচালক (এফ এন্ড বিডি) কামরুল ইসলাম তার বক্তব্য বলেন, কোম্পানিকে নিজের মনে করে ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে। তাছাড়া তিনি কমপ্লাইন্স মেনে চলার পরামর্শ দেন। এতে আরও বক্তব্য রাখেন ইঞ্জিরিয়ারবৃন্দ যথাক্রমে রফিকুল ইসলাম. ইয়াহিয়া মাহমুদ রিজভী, রিজওয়ান হায়দার চৌধুরী, আহাম্মদ ইশতিয়াক চৌধুরী, সাইদুজ্জামান সরকার। তাছাড়া কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাইফুল আওয়াল নয়ন, জুলহাজ আলী সরদার, আব্দুল মান্নান, জুয়েল রানা, মোঃ আনোয়ার হোসেন। সবশেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ জনের মধ্যে ২০১৮ সালের নিবেদিত কর্মের স্বীকৃতির সনদ বিতরণ করা হয়।