মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা ২০২১ এর উদ্বোধন

গত ৬ ডিসেম্বর, ২০২১ বেলা ৯.৩০ টায় চট্টগ্রামের সিজেকেএস সুইমিং কমপ্লেক্স এ দুইদিন ব্যাপী জিপিএইচ স্পন্সরড ‘’মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা ২০২১’’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ. জ. ম নাছির উদ্দিন। তিনি চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নের প্রত্যেক ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার জন্য জিপিএইচ ইস্পাতের প্রশংসা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) শোভন মাহমুদ শাহাবুদ্দীন বলেন, ৫৭ টি টিমের ২১৭ জন অংশগ্রহণকারী এ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই সাঁতার প্রতিযোগিতা স্পন্সর করতে পেরে জিপিএইচ ইস্পাত সন্তুষ্ট।
সভাপতির ভাষণে সিজেকেএস সাঁতার কমিটির সভাপতি এহছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, জলে ডুবে শিশু মৃত্যু বন্ধ করতে হবে। তাই সবার সাঁতার শিখার জন্য এই আয়োজন।
এতে বক্তব্য রাখেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শামিম, সাঁতার কমিটি সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব, চসিক কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস নেতৃবৃন্দ, ক্রীড়ামোদীগণ উপস্থিত ছিলেন।