জিপিএইচ স্পোর্টস ফেস্ট’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

‘জিপিএইচ স্পোর্টস ফেস্ট ২০২০’ এবং ‘নিউ ইয়ার সেলিব্রেশন ২০২১’ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ২৫ মার্চ ২০২১ সীতাকুন্ডের কুমিরাস্থ জিপিএইচ ইস্পাতের ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন,মাদকের ভয়াল ছোবল থেকে ছেলে মেয়েদের রক্ষা করতে হলে তাদের জন্য পর্যাপ্ত খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধুলাই পারে যুবসমাজকে সকল অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তিনি পুরষ্কার তুলে দেন।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (গ্রুপ) আবু বকর সিদ্দিক, নির্বাহী পরিচালক (প্ল্যান্ট) মাদানী এম ইমতিয়াজ হোসেন, নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) শোভন মাহবুব শাহাবুদ্দিন, উপদেষ্টা (প্রশাসন ও লজিস্টিকস) কর্নেল মোহাম্মদ শওকত ওসমান (অব), চিফ পিপল অফিসার শারমিন সুলতান সহ সকল কর্মকর্তা বৃন্দ।