21 August 2023

বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক স্বীকৃতি সনদ অর্জন

21 August 2023

 

বাংলাদেশএ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) কর্তৃক স্বীকৃতি সনদ অর্জন করলো জিপিএইচ ইস্পাত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব

গত ২০ আগস্ট ২০২৩ বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর স্বীকৃতি সনদ অর্জন করলো জিপিএইচ ইস্পাত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব যা স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রথম ও একমাত্র। বিএবি কর্তৃক আয়োজিত এই সনদ প্রদান অনুষ্ঠানে, বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ইঞ্জি. শেখ ফয়েজুল আমীন পিইঞ্জ, সনদপত্রটি জিপিএইচ ইস্পাতের পরিচালক মোঃ আশরাফুজ্জামান এর নিকট হস্তান্তর করেন। বাংলাদেশের প্রথম সারির স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ড অত্যন্ত কঠোরভাবে অনুসরণ করে বিশ্বমানের স্টিল উৎপাদন করে আসছে। উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে জিপিএইচ চট্টগ্রামের সীতাকুণ্ডে নিজস্ব ফ্যাক্টরিতে স্থাপন করেছে অত্যন্ত উচ্চমানের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব। এই অর্জনে জিপিএইচ পরীক্ষাগারের প্রদত্ত সনদ এখন আরও এক ধাপ এগিয়ে গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক অঙ্গনে।
পৃথিবীর সর্বাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ও দক্ষ জনবলের সমন্বয়ে গঠিত জিপিএইচ কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ইস্পাতের মান উন্নয়নের পাশাপাশি দেশের মজবুত ও নিরন্তর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লিঃ এর চিফ রিসার্চ এন্ড প্রজেক্ট অফিসার এ.এস.এম সুমন,পিএইচডি, ডেপুটি জেনারেল ম্যানেজার, হেড অব ল্যাবরেটরি, ইঞ্জি. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।